সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল সারেগামাপা দিয়ে বেশ নাম করেছিলেন। ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্ক তার নিত্যসঙ্গী। আরও একবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এলেন বিতর্কিত এই গায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন তিনি।
এবার নিজের ভেরিভায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেছেন নোবেল। এর আগে, বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে অন্য পেজের অশ্লীল রিল ভিডিও নিজের পেজে শেয়ার করেন তিনি।
হঠাৎ এই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাচ্ছিল্যের হাসি হেসেছেন কেউ কেউ। আবার কারও মতে নোবেলের পেজটি সম্ভবত হ্যাকড হয়েছে। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কিছু জানাননি নোবেল।
এর আগে, অগ্রিম টাকা নিয়ে কনসার্ট না করার অভিযোগে প্রতারণার মামলা হয় নোবেলের বিরুদ্ধে। ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলামের করা মামলায় চলতি বছরের ২০ মে এক দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। আগামী ২৮ আগস্ট এই মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
পেশাগত ও ব্যক্তিগত জীবনে বিতর্কে জড়িয়ে তরুণ এই সংগীতশিল্পীর ক্যারিয়ার এখন ধ্বংসের পথে।
জেডএ