সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাম্প্রতিক সময়ে নাটক পাড়ায় আলোচনায় জনপ্রিয় তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরশ খান। আলোচনা কাজে নয়, তির ছোড়াছুটিতে। গত ৪ আগস্ট একটি শুটিং ইউনিটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে চমক অভিযোগ করেছেন, আরশ তার কাছে অনৈতিক সুবিধা চেয়েছেন।
গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুরবাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। সেখানে শুটিং সেটে এক ঝামেলা হওয়ার পর তিনি এ অভিযাগ করেন।
চমক অভিযোগ করেন, অভিনেতা আরশ খান তার কাছে অনৈতিক সুবিধা চায়। আরশ খান ও নির্মাতা মিলে তার বিরুদ্ধে চক্রান্ত করছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন। আরশ খানের উসকানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন।
তবে চমকের এসব অভিযোগ অস্বীকার করে আরশ বলেন, চমক পুরোপুরি মিথ্যা বলছে। আমি যদি তাকে এমন কোনো ইঙ্গিত করতাম, তা হলে সেটি নিয়ে শুটিং সেটে কেন ঝামেলা হবে। এটি তো হাস্যকর। সে সরাসরি থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারত। এছাড়া গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে, চমক মিথ্যাচার করছে।
তিনি আরও বলেন, আসলে সমস্যা হলো— আমি সত্যের পক্ষে থেকেছি। সেদিন শুটিং সেটে পুলিশের সামনে আমি চমকের পক্ষ না নিয়ে পরিচালকের পক্ষে কথা বলেছি। সেদিন সত্য বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
আরএ