সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে লিখিত অভিযোগের পর রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে জিডি করেন এই নায়িকা। বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ডি এম আসাদুজ্জামান অপু।
তিনি জানান, অপু বিশ্বাসের দায়ের করা জিডি নম্বর ৫৫৬। পাইরেসি ও আপত্তিকর মন্তব্যের সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে তিনি সাধারণ ডায়েরি করেছেন।
এর আগে রোববার (৬ আগস্ট) বিকেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
অপু বিশ্বাস বলেন, সাইবার বুলিং মানুষের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে- এটা কারো কাম্য নয়। কারণ বেলাশেষে আমরা সবাই পরিবারে বসবাস করি। আমাদেরও পারিবারিক অবস্থান আছে। হয়তো আমি চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের সামনে পড়তে হয়। ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। লাল শাড়ি ছবিটি আমার অনেক কষ্টের। ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছিলাম।
জেডএ