সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবার একসঙ্গে কাজ করলেন বাবা ও মেয়ে। পর্দায় একই ফ্রেমে দেখা গেল তাদের দুইজনকে। সারা হলেন পুলিশের ভূমিকায় আর সাইফ আলি খান আসামি। বাবা-মেয়েকে পর্দায় দেখে দারুণ উচ্ছ্বসিত ভক্তরা।
সম্প্রতি সাইফ এবং সারা একটি অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
সেখানে দেখা যাচ্ছে- সাইফ অন্য একজনের সঙ্গে গাড়ির বীমা নিয়ে কথা বলছেন। তার পরনে কারাগারের আসামির পোশাক। হঠাৎই সেখানে হাজির হয় পুলিশ সারা। এসে বলে নির্দিষ্ট অ্যাপে তুলনা না করে যে কোনো বীমা করানো উচিত নয়।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সারা নিজে লিখেছেন- আমি তো বাবাকে গাড়ির বীমা নেওয়ার নতুন কায়দা শিখিয়ে দিলাম। কারণ কেউ তার বাবাকে নতুন কিছু শেখানোর জন্য কখনও ছোট হয় না।
এই বিজ্ঞাপন দেখে অবশ্য অনুরাগীদের খুশির সীমা নেই। কেউ কেউ বলেছেন, এই বিজ্ঞাপনের শ্যুটিং চলাকালীন ক্যামেরার আড়ালে বাবা-মেয়ের মধ্যে কেমন কথা হচ্ছিল, সেটা জানতে চাই। কেউ আবার বললেন- এই ছোট বিজ্ঞাপন দেখে মন ভরল না। বাবা-মেয়েকে একসঙ্গে কোনো সিনেমায় দেখতে চাই।
প্রসঙ্গত, সাইফ আলি খানের সঙ্গে প্রথমে বিয়ে হয় অমৃতা সিংয়ের। সেই বিয়ে যদিও টেকেনি। কিন্তু অমৃতার সঙ্গে সাইফের সংসারে দুই সন্তান হয়। তারা হলেন- সারা এবং ইব্রাহিম। সারা ইতোমধ্যেই বলিউডে প্রতিষ্ঠা পেয়েছেন। আগামী দিনে ইব্রাহিমও পা রাখতে চলেছেন বলিউডে।
জেডএ