সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দীর্ঘদিন পর ছবি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক আব্দুস সামাদ খোকন। সরকারি অনুদানে ‘শ্রাবণ জোৎস্নায়’ নির্মিত এ ছবিটি ভারতের কলকাতায় অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে রোববার (৩০ জুলাই) নন্দন - ২ এ সন্ধ্যা ছয়টায় প্রদর্শন করা হবে। উৎসবে অংশ নিতে আব্দুস সামাদ কলকাতায় অবস্থান করছেন।
জানা গেছে, জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে 'শ্রাবণ জোৎস্নায়' ছবিটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ছবির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জি বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমণি'র জনপ্রিয় অভিনেতা গাজী আব্দুন নূর, সাবেক শিশুতরকা দীঘি, উপস্থাপক সাদিয়া শিমুল, সুব্রত, মুনমুন আহমেদ, মাসুম বাসার, উত্তম গুহ। ছবিটির চিত্রগ্রহণ করেছেন আসাদুজ্জামান মজনু। সম্পাদনায় মনিরুল ইসলাম। সঙ্গীত পরিচালনা করেছেন মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস। প্রযোজনা করেছেন তামান্না সুলতানা। ছবিটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক আব্দুস সামাদ খোকন।
আরও জানা গেছে, সম্প্রতি সেন্সর বোর্ড সদস্যদের ভুয়সী প্রশংসার মাধ্যমে 'শ্রাবণ জোৎস্নায়' সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সেপ্টেম্বরে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।
এর আগে তার নির্মিত ছবি 'ঝিনুক মালা' বহুল আলোচিত ও দর্শকপ্রিয়তা পেয়েছিল।