দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জগলুল হায়দারের কথা ও সুরে এবং দিলশাদ নাহার কনার কণ্ঠে প্রকাশিত হলো ‘প্রজাপতি প্রজাপতি’। জোবায়েদ সুমনের সঙ্গীত আয়োজনে এবং সম্রাট আহমেদের কম্পোজিশনে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কোহিনূর নূর। হায়দার টিউনের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম আইডি ও টিকটক আইডি থেকে গানটি প্রচারিত হচ্ছে।
এছাড়াও গানটি ব্যাকস্টেজেও শোনা যাচ্ছে। এ এস শাকিল চৌধুরীর ভিডিও ও সম্পাদনায় গানটির ভিডিও নির্মাণ করেছে টিম হায়দার টিউন।
গানটি সম্পর্কে জগলুল হায়দার বলেন, ‘মূলত কৈশোর উত্তীর্ণ চঞ্চলা তরুণী মনের আনন্দ অভিব্যক্তিই এই গানের উপজীব্য। আর সম্রাট আহমেদের চমৎকার কম্পোজিশনে এ সময়ের বাংলা গানের তুমুল জনপ্রিয় শিল্পী কনা দারুণ গেয়েছেন গানটি। আশা করি দর্শক আধুনিক মেলোডিয়াস গানের খরায় এই গানে যথার্থ তৃপ্তি লাভ করবেন।’
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী কনা বলেন, ‘আমি সাধারণত ইউটিউব চ্যানেলের জন্য গান করি না। কিন্তু হায়দার টিউনের আয়োজনে ‘প্রজাপতি প্রজাপতি’ গানটির কথা ও সুর খুব ভালো লাগে। জগলুল হায়দার ভাইয়ের এই গানটি মনে হলো আমার জন্যই তৈরি করা। মিউজিক এ্যারেঞ্জও চমৎকার । আমি বলবো, সব মিলিয়ে গানটি অসাধারণ । শ্রোতাবন্ধুরা গানটি শুনবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।’
/অ