সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেয়ের বয়স মাত্র তিন দিন! এখনও নবজাতককে নিয়ে হাসপাতালেই আছেন মা শ্রীময়ী। হাত থেকে স্যালাইনের চ্যানেল এখনও খোলা হয়নি। তবুও সব যন্ত্রণা মেয়ের হাসি মুখ দেখেই সইছেন অভিনেত্রী। মাত্র ২৬ বছর বয়সেই মা হলেন কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী। বয়সে ২৭ বছরের বড় ও দু’বার ডিভোর্সি পুরুষকে বিয়ে করায় কম কটাক্ষের শিকার হননি শ্রীময়ী। বিয়ের ৮ মাসের মাথায় অভিনেত্রীর মা হওয়ার খবর সেই আগুনেই যেন ঘি ঢেলেছে।
গত মার্চে ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। বিয়ের ৯ মাস পূর্তির আগে জীবনের সেরা উপহার পেয়েছেন এই তারকা দম্পতি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ট্রোলিং। তবে সেসব নিয়ে মাথা ঘামাতে রাজি নন শ্রীময়ী।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমার জীবনের সবটাই খোলা খাতার মতো। যখন যেটা হয়েছে সব জানিয়েছি। কে কি বলছে সেসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। এখন শুধু ওই একরত্তিকে ভালোভাবে বড় করতে চাই।
ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতে পছন্দ করেন কাঞ্চন। স্বামীর আর পরিবারের বড়দের কথা মেনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর গোপনে রেখেছিলেন শ্রীময়ী। তার কথায়, সাত মাস পর্যন্ত শ্যুটিং করেছেন তিনি। কাউকে টেরও পেতে দেননি প্রেগন্যান্সির বিষয়ে।
মা হওয়ার পর কতখানি বদলেছে শ্রীময়ীর জীবন? তার কথায়, মেয়ের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে এখন আস্তে আস্তে কথা বলেন। আর সারাক্ষণ অপলক দৃষ্টিতে মেয়ের দিকেই তাকিয়ে থাকেন। বললেন, ‘মনে হচ্ছে চোখের সামনে একটা তুলার পুতুল শুয়ে আছে।’
মেয়ে কৃষভিকে প্রথমবার কোলে নেওয়ার অনুভূতি সম্পর্কে বলতে গিয়ে শ্রীময়ী বললেন, ‘আমি ওকে হাত নেড়ে হ্যালো বলেছি।’
বউয়ের এই কীর্তি দেখে হেসেখুন কাঞ্চন। তিনি বলেন, ‘আরে তুই ওর মা রে। হ্যালো বলছিস কী!’ বউয়ের সঙ্গে সারাক্ষণ কেবিনেই রয়েছেন কাঞ্চন। আর বাবার গলা শুনলেই গোল গোল চোখ করে তাকাচ্ছে মেয়ে।
শ্রীয়মী আরও জানিয়েছেন, গত শনিবার চিকিৎসকের কাছে চেকআপের জন্য় গিয়েছিলেন তিনি। এরপর হঠাৎ করেই সিজার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক।
কে