সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গণঅভ্যুত্থানের কারনে স্বেরাচারী শাসনের অবসান হওয়ায় অন্যান্য সেক্টরের মতো শিল্প সাহিত্যেও স্থবিরতা কমতে শুরু হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি নন্দন মঞ্চে আয়োজিত হয়েছিল লালন উৎসব। এবার আবারও নতুন একটি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, শিল্পকলা একাডেমি যাত্রা উৎসব করাী উদ্যোগ নিয়েছে। ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী উৎসবটি হবে অনুষ্ঠিত হবে।
বাংলার হাজার বছরের ঐতিহ্য যাত্রাপালা। আমাদের শিক্ষা,সংস্কৃতি, চিন্তা, মূল্যবোধ,দর্শনকে ধারণ করেই যাত্রাপালার বিস্তৃত ইতিহাস যা কথা বলে অন্যায়ের বিরুদ্ধে, কথা বলে সকল শোষণ-বঞ্চনার বিরুদ্ধে এবং কথা বলে গণমানুষের সংস্কৃতির পক্ষে। এমতাবস্থায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে হতে যাওয়া উৎসবে সমাজের সকল ধারার মানুষের আগমনকে সবসময়ই ইতিবাচকভাবে দেখতে চায়।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে মাধ্যমে বলা হয়, আসন্ন এই যাত্রাপালাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তালিকাভুক্ত ৭টি যাত্রাদল আসবেন। সাত দিনে সাতটি তথা তারা প্রত্যেকেই ১টি করে যাত্রাপালা পরিবেশন করবেন। যাত্রাপালাটি অনুষ্ঠিত হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল ১লা নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে যাত্রাপালার উদ্বোধনী অনুষ্ঠান। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসরাফিল মজুমদার, বিশেষ অতিথি যাত্রাশিল্পী অনিমা দে এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জাহির। সাত দিন ব্যাপী আয়োজিত হতে যাওয়া যাত্রাপালাটিতে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান, নাট্যনির্দেশক, প্রখ্যাত ডিজাইনার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
সাত দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে সুরুভী অপেরার ‘নিহত গোলাপ’। দ্বিতীয় দিন পরিবেশিত হবে নিউ শামীম নাট্য সংস্থার পালা ‘আনার কলি’। তৃতীয় দিনে থাকবে বঙ্গবাণী অপেরার ‘মেঘে ঢাকা তারা’, চতুর্থ দিনে থাকবে নর-নারায়ণ অপেরার ‘লালন ফকির’, আয়োজনটির পঞ্চম দিনে থাকবে বন্ধু অপেরার যাত্রা ‘আপন দুলাল’, ষষ্ঠ দিনে দেখা যাবে শারমিন অপেরার পালা ‘ফুলন দেবী’ এবং সমাপনী দিনে দেখা যাবে যাত্রাবন্ধু অপেরার ‘নবাব সিরাজউদ্দৌলা’।
কে