সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জনপ্রিয় তারকা থেকে তারা তারকাজুটি হয়েছেন রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে। দর্শকপ্রিয়তার তুঙ্গে ছিল আফরান নিশো ও তমা মির্জার অভিনয়। আবারও তাদেরকে একফ্রেমে দেখতে পাবেন দর্শক।
‘সুড়ঙ্গ’র পরে এই দুই তারকাকে পর্দায় নতুনভাবে কিংবা নতুন কোনো কাজে দেখা যায়নি। তবে নিশোর নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কথা শোনা গেছে। সিনেমা দুইটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট খবরটি গোপন রেখেছিল।
এবার খবর মিলল, একসঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছে তমা মির্জা ও আফরান নিশো জুটি। তাদেরকে নিয়ে ‘দাগী’ নামের একটি সিনেমা নির্মাণ করবেন পরিচালক শিহাব শাহীন।
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ‘দাগী’তে নিশোর নায়িকা হচ্ছেন তমা মির্জা। খুব দ্রুতই আসছে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। ডিসেম্বরে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, চাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খাঁ ভালোবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়াল কিলারে পরিণত হয়। সেই গল্প নিয়ে ‘দাগী’ সিনেমার গল্প। যে গল্পে আগে নিশোকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। সেটাই এখন বড় পর্দায় আসতে চলেছে।
২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে রায়হান রাফী নিশো-তমাকে একফ্রেমে বেধেছিলেন। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। এই চলচ্চিত্রের মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। ২০২৩ সালের ২৯ জুন ঈদুল আজহায় চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
কে