সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি তার বিরুদ্ধে রাধাকৃষ্ণের প্রেমে বিকৃতি প্রদর্শনে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে। কিছু দিন আগে রাধাকৃষ্ণের একটি ফোটোশুট করেছিলেন অভিনেত্রী। সেই শুটের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। রাধার বেশে তামান্নাকে দেখে মুগ্ধও হয়েছিলেন নেটাগরিকের একাংশ। কিন্তু কয়েকটা দিন যেতে না যেতেই, সেই পোস্টে প্রশংসার বদলে কটাক্ষের শিকার হয়েছেন।
মূলত একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেছেন তামান্না। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরই শুরু হয় বিতর্ক।
ফোটোশুটে বিপণী সংস্থার হয়ে রাধা ও কৃষ্ণের প্রেমকে তুলে ধরা হয়। যেখানে কৃষ্ণের প্রেমে মগ্ন রাধিকা। শয়নে, স্বপনে, জাগরণে তিনি কেবল শ্রীকৃষ্ণকেই দেখতে পাচ্ছেন। কৃষ্ণপ্রেমে মগ্ন রাধাকে দেখে তামান্নাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তার অনুরাগীরা।
কিন্তু, নেটিজেনদের এক দলের দাবি, এই শুটে নাকি রাধাকৃষ্ণের প্রেমে যৌনতা টেনে আনা হয়েছে। এই মর্মে একের পরে এক পোস্ট করা হয়। অভিযোগকারীরা একটি বিবৃতিতে বলেন, “মূর্খের দল, নিজের পণ্যের বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতা নিয়ে আসবেন না। এত বড় সাহস কী ভাবে হয় আপনাদের!”
এমনকি তামান্নার পোশাক নিয়েও আক্রমণ করা হয়। এর পরেই চাপে পড়ে তামান্না ও পোশাক বিপণন সংস্থার পক্ষ থেকে সেই ছবিগুলো মুছে ফেলা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম, দুই জায়গাতেই এখন আর এই সমস্ত পোস্ট দেখা যাচ্ছে না । যদিও এ বিষয়ে তারা কেউই কোনো মন্তব্য করেননি। তবে অনেকে মনে করছেন বিতর্ক এড়াতেই এই পদক্ষেপ নিয়েছেন তামান্না।
এস