সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শাহরুখ খান, যাকে অনেকে বলে থাকেন আস্ত এক ইন্ডাস্ট্রি। কখনো তিনি রোমান্টিক, কখনো অ্যাকশন আবার কখনো বা ট্রাজেডিক হিরো। সবখানেই নিজেকে বেশ সফল ভাবে মেলে ধরেছেন। বলিউডের এই তারকার ভক্ত আছে পুরো ভারতবর্ষ জুড়ে। শুধু যে ভারতেই এমনটি কিন্তু নয়। অভিনয় দিয়ে নিজের ভক্তকুল গড়েছেন পুরো বিশ্বে।
আর এর প্রমাণও মেলে অভিনেতা আলী খানের একটি কথায়। তিনি একবার বলেছিলেন, ইউরোপে শাহরুখের শুটিংয়ের সময় ভিড় ব্র্যাড পিটকেও হার মানিয়েছিল। সে সময় নাকি শাহরুখের শুটিংয়ের জন্য এক কিলোমিটার জায়গাজুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল।
পুরো বিশ্বে যেখানে তার এতো ভক্ত সেখানে এই তারকা কার ভক্ত অনেকের মনে এমন প্রশ্নও উকি দিতে পারে। সেই প্রশ্নের উত্তর জানা যায় সম্প্রতি শাহরুখের কথাতেই। তিনিও যে কারো ভক্ত। আর সেই মানুষটি হলেন জ্যাকি চ্যান। শাহরুখের চোখে সর্বকালের সেরা অভিনেতাও তিনি।
ছবি: জ্যাকি চ্যান
বলিউড বাদশা জ্যাকি চ্যানের এতোই ভক্ত যে শাহরুখের বড় ছেলের জন্মের পর সন্তানকে নাকি জ্যাকি চেনের মতই দেখতে লেগেছে। এদিকে জ্যাকি চ্যানের প্রতি ভালোবাসায় নিজের ছেলেকে তায়কোয়ান্দো শিখিয়েছিলেন। বানাতে চেয়েছিলেন তার মতই।
গত শুক্রবার সুইজারল্যান্ডে ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের চলচ্চিত্রে অনস্বীকার্য অবদানের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ ‘পারদো আল্লা ক্যারিয়েরা’ পান শাহরুখ খান।
সেখানেই কথা প্রসঙ্গে নতুন সিনেমা নিয়ে ভক্তদের দেন সুখবর। পর পর সুপারডুপার হিট ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে গেল বছরটা নিজের করে নিয়েছিলেন তিনি। এরপর থেকেই দর্শক-ভক্তদের তুমুল আগ্রহ তার নতুন সিনেমাকে ঘিরে। আর এবার সেই আগ্রহের পারদ আরো বারিয়ে দিলেন নতুন সিনেমা কিং এর কথা বলে।
নিজের পরবর্তী সিনেমাতেও অ্যাকশন হিরো হয়েই ফিরছেন শাহরুখ খান, এমন কথাই শোনা যাচ্ছিলো। তবে সত্যি হলো, অ্যাকশন চলচ্চিত্র নয়, বরং অনেক বেশি ইমোশনাল এবং কুল একটি সিনেমা হবে। এটি পরিচালনা করবেন সুজয় ঘোষ। কিং সিনেমায় নিজের মেয়ের সঙ্গে একি পর্দায় দেখা যাবে বলিউড বাদশাহকে।
এস