সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বখ্যাত আমেরিকান সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের কনসার্টে জঙ্গি হামলার ছক বানচাল করল পুলিশ। অস্ট্রিয়ায় জঙ্গি হামলার আশঙ্কায় মার্কিন পপ তারকা টেইলর সুইফটের কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।
এরইমধ্যে সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনের বয়স ১৯ বছর। তদন্তকারীদের অনুমান তারা ভিয়েনাতে টেইলরের মিউজিক কনসার্টে হামলা চালানোর ছক কষেছিল।
সংবাদমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, অস্ট্রিয়ায় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়ামে আয়োজিত টেইলর সুইফটের ৩ দিন ব্যাপী মিউজিক কনসার্ট হওয়ার কথা ছিল। বহু মানুষ টিকিটও কেটেছিলেন। কিন্তু, আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিল করেছে।
বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করেছে, ‘সরকারি কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পিত হামলার বিষয়টি আঁচ পাওয়ার পর বাধ্য হয়ে তিনটি শো বাতিল করা হচ্ছে। সিদ্ধান্তটি সবার নিরাপত্তার কথা চিন্তা করে নেওয়া হয়েছে।’
তবে কনসার্ট দেখার জন্য যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে প্রায় আড়াই লক্ষ ভক্তের সমাগম হওয়ার আশা করেছিল আয়োজক সংস্থা।
অস্ট্রিয়ার শীর্ষ নিরাপত্তা প্রধান ফ্রাঞ্জ রুফ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ওই ২ যুবক জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজ করছিল। বুধবার ভোরেই তাদের গ্রেপ্তার করা হয়। যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের ওপর নজর রাখা হচ্ছে।
জানা গেছে, ১৯ বছরের যুবক অপর এক যুবকের সঙ্গে ভিয়েনাতে পৈতৃক বাড়িতে থাকত। সম্প্রতি পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক রাসায়নিক পদার্থ উদ্ধার করে। অনুমান, ওইসব রাসায়নিক পদার্থ ব্যবহার করে সম্ভবত বিস্ফোরণের ফন্দি আঁটে তারা।
তদন্তকারীদের অনুমান, খুব সম্ভবত জুলাই মাসেই ২ যুবক ইসলামিক জঙ্গি সংগঠন ওঝওঝ যোগ দেয়। অনলাইনেই কোনো গ্রুপের মাধ্যমে জঙ্গি সংগঠনের সদস্য হয়েছিল তারা।
এস