সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে একে একে রাস্তায় নেমে আসছেন সব শ্রেণী-পেশার মানুষ। থেমে নেই সংগীত শিল্পীরাও। শিক্ষার্থীদের দাবির সঙ্গে এবার সংহতি জানিয়েছে বাংলা গানের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগীত শিল্পীরা রবীন্দ্র সরোবরে মিলিত হবেন বলে এক ফেসবুক পোস্টে জানায় ব্যান্ড শিরোনামহীন।
ফেসবুকে দেওয়া পোস্ট থেকে জানা যায়, গানে গানে তারা শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এছাড়াও ব্যান্ডটি ঢাকার বাইরের জেলায় থাকা শিল্পীদের নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
অ/এফএইচ