সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ভারতীয় এই ওয়েব সিরিজ। তখন থেকেই দর্শকমহলে এটি ব্যাপক প্রশংসিত। এই সিরিজটির প্রথম পর্ব মুক্তির দুই বছর পর ২০২০ সালে প্রচারিত হয় ‘মির্জাপুর ২’। দ্বিতীয় পর্ব মুক্তির পর থেকেই দর্শকদের অপেক্ষার প্রহর বেড়ে যায় তৃতীয় পর্বের জন্য। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছরের ৫ জুলাই থেকে শুরু হয় তৃতীয় পর্বের স্ট্রিমিং।
সিরিজটি নিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া থাকলেও, মির্জাপুরের তৃতীয় পর্ব নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এর প্রশংসা করেছেন। আবার অনেকে পছন্দের তালিকায় তৃতীয় পর্বের তুলনায় আগের দুই পর্বকে এগিয়ে রেখেছেন।
তবে এবারের নতুন খবর হলো, মির্জাপুর টিম সিজন ৪-এর জন্য প্রস্তুত। হ্য়াঁ, ঠিকই শুনছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী চলতি বছরের শেষের দিকেই আমাজনে আসতে পারে মির্জাপুর সিজন ৪! সম্প্রতি এমনটাই জানিয়েছেন সিরিজটির নির্মাতা আনন্দ আইয়ার।
আনন্দ আইয়ার বলেন, হ্যাঁ, আমরা একদম প্রস্তুত নতুন সিজন তৈরির জন্য। যদি সব ঠিক থাকে তাহলে এ বছরের শেষের দিকে রিলিজ হতে পারে ‘মির্জাপুর ৪’।
তিনি আরো বলেন, ‘মির্জাপুর ৩’ নিয়ে দর্শকমহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেকেই এবারের পর্ব নিয়ে সমালোচনা করছেন, তাদের জন্য বলে রাখা ভালো যে, এবারের পর্বটি (মির্জাপুর ৩) ‘মির্জাপুর ৪’-এর প্রস্তুতি। নতুন সিজনটি আরো অ্যাকশনসমৃদ্ধ হতে যাচ্ছে। বিশেষ করে গুরুত্ব দেয়া হবে নারী চরিত্রগুলোকে।
‘মির্জাপুর-৩’ সিরিজটিতে অভিনয় করেছেন আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠি, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে।
এর আগের দুটি পর্বে পঙ্কজ ত্রিপাঠি, রসিকা দুগাল, দিব্যেন্দু ও শ্বেতা ত্রিপাঠির অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তবে এবার দেখার অপেক্ষা চতুর্থ পর্বটি দর্শকমহলে কতটা সাড়া ফেলে।
এস