সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দুজনের ধর্ম আলাদা। কিন্তু তাদের ভালোবাসার বিয়েতে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বলা হচ্ছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের কথা। ভারতীয় বিশেষ বিবাহ আইনে গেল ২৩ জুন মালাবদল করেন তারা। এ নিয়ে সমালোচনা হলেও তারা সেসব গায়ে মাখছেন না।
তবে বিয়ের কয়েকদিন যেতে না যেতেই সোনাক্ষীর মা হতে যাওয়ার গুঞ্জন চাউর হয়েছে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও কেন্দ্র করে এই জল্পনা শুরু হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বের হচ্ছেন নব-দম্পতি। এ সময় তারা গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান। তাই ধারণা করা হচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর আড়াল করতেই লুকিয়ে গাড়িতে উঠেছেন।
এর আগে আলিয়া ভাট বিয়ে দুই মাসের মধ্যে নতুন অতিথি আগমণের খবর দিয়েছিলেন। সোনাক্ষীর বেলায়ও তার উদাহরণ টানছেন নেটিজেনরা।
তবে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সত্য নয়। অভিনেত্রীর বাবা শত্রুঘ্ন সিনহা রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তাকে দেখতেই হাসপাতালে হাজির হয়েছিলেন সোনাক্ষী-জহির।
সোনাক্ষী-জহির সাত বছর প্রেম করেছেন। সালমান খানের এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের। সেখান থেকেই বন্ধুত্ব অতঃপর প্রেম ও বিয়ে।
এস