সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নেটদুনিয়ায় জনপ্রিয় দুই সেলিব্রেটি উরফি জাভেদ ও ওরহান অবত্রমানি ওরফে ওরি। তাদেরকে একসঙ্গে দেখা গেছে শুক্রবার রাতে। ওইদিন সাংবাদিকদের কাছে ওরি বলেন, উরফিকে বিয়ে করবেন তিনি। নেটদুনিয়ায় এখন সে মুহূর্তের ভিডিও ভাইরাল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শুক্রবার (১৪ জুন) রাতে তারা একসঙ্গে একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন। এ সময় ছবি শিকারীদের কবলে পড়েন তারা।
ঘাবড়ে না গিয়ে বরং ছবি শিকারীদের সময় দেন ওরি ও উরফি। এ সময় উরফি পরেছিলেন সবুজ রংয়ের একটি ফ্রক। অন্যদিকে ওরি পরেছিলেন খয়েরি রংয়ের টিশার্ট ও প্যান্ট। বিরক্ত না হয়ে অনেক সুন্দর সুন্দর পোজও দেন তারা। এক সময় ওরির গালে ভালোবাসার চুম্বন এঁকে দেন উরফি। তাদের দেখে প্রেমিক যুগল মনে হলে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনারা কি বিয়ে করবেন? উত্তরে অসম্মতি জানাননি ওরি বা উরফি কেউই। বরং ওরি সম্মতি জানিয়ে সরাসরি বলেন, কেন করব না? উরফিকে কে বিয়ে করতে চাইবে না! উরফি আর ওরির জুটি মনে ধরেছে নেটিজেনদের। স্ক্রল করে দেখা যায়, তাদের নিয়ে বেশিরভাগ মন্তব্যই ছিল ইতিবাচক। এ জুটিকে দারুণ মানিয়েছে বলে মনে করছেন উরফি-ওরি ভক্তরা। উল্লেখ্য, ছোট পর্দার অভিনেত্রী হলেও উরফি জাভেদ স্টাইল আর উদ্ভট পোশাকের জন্য প্রায়ই মিডিয়ায় আলোচনায় থাকেন। অন্যদিকে মিডিয়ার কেউ না হলেও বলিউডের অন্দরে যেকোনো মিলনমেলা কিংবা ঘরোয়া পার্টিতে দেখা যায় ওরিকে।
ভিডিও দেখতে ক্লিক করুন
কে