দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
হঠাৎ ই ছোট পর্দার রুনা খান কেন নতুন চেহারায় আবির্ভূত হলেন! চিরচেনা সেই রুনা খানকে খুঁজে ফিরছেন তার দর্শক শুভাকাঙ্খিরা! অভিনেত্রীর সমাজ মাধ্যমের পাতায় পাতায় এখন আধুনিকতার ছোঁয়া। বঙ্গদেশের তারকা এই রুনা খান যেন অনেক অচেনা! বলিউডের হাল ফ্যাশন তার অঙ্গে, পোশাক পরিচ্ছদের ঢঙ্গে!
রুনা খানের শেকড় মঞ্চে। পরে বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ১২৩ সিসিমপুরের মাধ্যমে পরিচিতি পান। দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। দেখা গেছে চলচ্চিত্রে। পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। হালের নতুন সংযোজন ওয়েব সিরিজেও এখন হরহামেশাই দেখা যাচ্ছে তাকে।
দীর্ঘ ক্যারিয়ারে পার্শ্বচরিত্রে বেশি অভিনয় করেছেন রুনা খান। ভালো অভিনেত্রী হিসেবে নামডাক আছে তার। তবে এ ধরনের চরিত্রে যারা অভিনয় করেন, তাদের একটা সময় পর চাহিদা থাকে না। মাঝে মাঝে দু-একটি কাজ নিয়ে আলোচনা হলেও সেগুলো পাদপ্রদীপের আলোয় আনতে যথেষ্ট নয়। তাই নতুন প্রজন্মের ভিড়ে হারিয়ে যাওয়ার আগে তিনি যে কৌশল অবলম্বন করছেন, তা রীতিমতো চাঞ্জল্যকর!
এখনও নিয়মিত অভিনয় করছেন রুনা খান। কিন্তু সেই কাজগুলো আলোচনায় না থাকলে আলোচনায় আছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবির কদর এখন তুঙ্গে! নেটিজেনদের মতে খোলামেলা ফটোশুট, ফ্যাশন-শোতে উদ্ভট সাজগোজের কারণে তাকে নিয়ে চর্চা খানিকটা বেশি হচ্ছে। রক্ষণশীল সমাজব্যবস্থাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েই চলেছেন এই অভিনেত্রী- এমনটাও মত অনেকের। সিসিমপুরের মাধ্যমে যে ইমেজ তৈরি করেছিলেন, তা যেন নিজ হাতে গলা টিপে হত্যা করছের না তো? এমন হাজারো প্রশ্ন কখনো কখনো সমালোচনারও সম্মুখীণ হচ্ছেন তিনি। তাই হয়ত, ফেসবুকের ‘কমেন্ট বক্স’ বন্ধ করে রেখেছেন তিনি।
যদিও সম্প্রতি কাজের বাইরের বিষয়াদি নিয়ে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমকর্মীদের ওপর খেপেছেন রুনা খান। সাফ জানিয়ে দিয়েছেন, তার ভাইরাল হওয়ার প্রয়োজন নেই। এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ৪০ বছর বয়সে তার নবজন্ম হয়েছে।
রুনা খান ভাইরাল হতে চান না ঠিকই কিন্তু তিনি হয়ত জানেন এসব ছবি তারই কাটতি বাড়াবে! এই হাল ফ্যাশন, আধুনিকতার ছোঁয়া সে যাই হোক রুনার গল্পের নায়িকা শুধুই তিনি। যদিও সামাজিক মাধ্যমে তার ফ্যান ফলোয়াররা আজো তারা খুঁজে ফিরছেন সেই পুরোনো রুনাকেই!
এস