সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে প্রতিশোধ নিতে সালমান খানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে খুনের তালিকায় রেখেছেন, তাদের মধ্যে প্রথমেই রয়েছে বলিউড ভাইজানের নাম। তারপর থেকেই তাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেছেন এই গ্যাংস্টার।
এর মাঝেই চলতি বছর সালমানের বাড়িতে গুলি চালানোর মতো কাণ্ডও ঘটান তারা। এই ঘটনার পর থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার ভাইজানের কাছে নতুন দাবি অল ইন্ডিয়া বিষ্ণোই সোসাইটির। প্রেসিডেন্ট দেবেন্দ্র বুদিয়া জানিয়েছেন, সালমান যদি ক্ষমা চান তাহলে তারা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন।
১৯৯৮ সালে জোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিংয়ের ফাঁকে অক্টোবর মাঝরাতে সাইফ আলি খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমের সঙ্গে একটি মারুতি জিপসিতে বেরিয়েছিলেন সালমান। অভিযোগ, সেই সময়ে বিষ্ণোই সম্প্রদায়ের কঙ্কনি গ্রামে নিজের রাইফেল থেকে গুলি করে দুটি কৃষ্ণসার হরিণ মারেন তিনি।
কৃষ্ণসার বিপন্ন প্রাণী। বিষ্ণোইরা কৃষ্ণসারের রক্ষক হিসেবে মনে করেন নিজেদের। সালমানের জিপসির নম্বর পুলিশকে দিয়েছিলেন তারা। বন্যপ্রাণ আইনে ২০ বছর ধরে মামলা তারাই চালিয়েছেন।
প্রাণে বাঁচতে বিষ্ণোই সমাজের কাছে ক্ষমা চাইতে হবে সালমানকে। শুধু তাই নয়, তাদের মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। শপথ নিতে হবে, ভবিষ্যতে এমন ভুল করবে না। এখানেই শেষ নয়, বন্যপ্রাণী সংরক্ষণের কাজে ব্রতী হতে হবে। তবে তাকে ক্ষমা করার কথা ভাববে তারা।
এস