সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। অকালপ্রয়াত এই নায়ক অভিনীত সিনেমার গানগুলো আজও বেশ উপভোগ্য। তাই এবার নতুন করে আসতে চলেছে তার অভিনীত দুটি গান।
জানা যায়, ‘আনন্দ অশ্রু’ ছবির জনপ্রিয় দুই গান ‘তুমি মোর জীবনের ভাবনা’ ও ‘তুমি আমার এমনই একজন’ নতুন করে তৈরি হয়েছে। কথা ও সুর ঠিক রেখে সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। কণ্ঠ দিয়েছেন মোমিন বিশ্বাস ও স্মরণ।
ভিডিওচিত্র নির্মাণ করেছেন সালমান শাহ অভিনীত ‘প্রেম পিয়াসী’ ছবির পরিচালক রেজা হাসমত। আর তাতে মডেল হয়েছেন ডি এম মাসুদ। মধুপুরের বিভিন্ন লোকেশনে হয়েছে গান দুটির চিত্রায়ণ।
রেজা হাসমত বলেন, সালমান শাহকে খুব কাছ থেকে দেখেছি। তার অভাব চলচ্চিত্রের মানুষ আজও প্রতি মুহূর্তে অনুভব করছেন।
তিনি আরও বলেন, সালমান শাহের প্রতি ভালোবাসা থেকেই গান দুটি নতুন করে নির্মাণ করেছি। চেষ্টা করেছি সালমানভক্তদের দারুণ কিছু উপহার দিতে।
ডিপি/