সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিজয় দেবেরাকোণ্ডা ও রাশমিকা মন্দানার প্রেম নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তবে জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি এই দুই তারকা। তবে গুঞ্জন, তারা নাকি একসঙ্গে থাকেন! এবার বাবা হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন বিজয়। জানিয়েছেন বিয়ে করবেন কীভাবে।
কয়েকদিন আগেই কানাঘুষো শোনা যায়, নতুন বছরেই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা। তার পর থেকেই বাড়তে থাকে জল্পনা।
শোনা গিয়েছিল, ফেব্রুয়ারি মাসেই নাকি একে অপরের সঙ্গে বাগদান সারতে চলেছেন বিজয়-রাশমিকা। যদিও সে সব জল্পনায় জল ঢালেন বিজয় নিজেই। জানান, এখনই বিয়ের সম্ভাবনা নেই। কিন্তু এবার এক অনুষ্ঠানে এসে বিজয় জানান, তিনি বিয়ে করতে চান এবং বাবাও হতে চান। তবে শর্ত রয়েছে। বিজয় যাকে বিয়ে করবেন, তাকে পরিবারের পছন্দের পাত্রী হতে হবে। শুধু তা-ই নয়, একমাত্র ভালবেসেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। তবে তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি। নিজেদের ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন চর্চিত যুগল।
কে