সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দীর্ঘদিন গোপন প্রেমের পর একে অন্যের গলায় মালা দিয়েছেন এই জুটি। তাদের বিয়ের পর ভক্তদের মাঝে আলোচনা কম হয়নি।
কারণ ব্যক্তিজীবনে কাঞ্চন মল্লিকের ছিল এটি তৃতীয় বিয়ে। অন্যদিকে শ্রীময়ীর ছিল প্রথম। তাদের দুজনের বয়সের পার্থক্যও ছিল চোখে পড়ার মতো। তাই বিয়ের পর বেশ সমালোচনার মুখেই পড়তে হয় এই জুটিকে।
বিষয়গুলো একাধিকবার মুখ খুলেছেন এই দম্পতি। সবশেষ এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেছেন, ডিভোর্সি পুরুষকে বিয়ে করে কোনো ভুল করেননি তিনি। বরং অভিনেত্রী মনে করেন, স্বামী হিসেবে ডিভোর্সী পুরুষ বেশ ভালো হয়।
অভিনেত্রীর ভাষায়, ডিভোর্সি পুরুষকে বিয়ে করা ভুল- এটা আমি একদম মানি না। আমি তো উল্টো কথাই বলব। কাঞ্চনের আইনত বিবাহ বিচ্ছেদ হয়েছে। এ রকম তো নয় যে, একসঙ্গে তিন-চারটে বিয়ে করে রেখেছে! একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দু’জনেই ভুল করে। কাঞ্চন বিয়ের মধ্য দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই ডিভোর্সি পুরুষকেই বিয়ে করা উচিত বলে মনে করি।
কে