সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাবা হতে চলেছেন। এই আনন্দে বিভোর রণবীর সিং। আম্বানিদের অনুষ্ঠানেও আবেগের ঘোড়ায় সওয়ার ছিলেন তিনি। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে হাত ধরে নিয়ে যান মঞ্চে। তারপর দুজনে নাচতে শুরু করেন। এতেই তীব্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেলিব্রেশনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় আইভরি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন দীপিকা। রণবীরের পরনে ছিল কালো গলাবন্ধ। যার সামনে রয়াল ব্লু স্ট্রোক। অনুষ্ঠানে প্রথমে দর্শকাসনের সামনে ছিলেন রণবীর। সেখান থেকেই মাইকে কথা বলতে শুরু করে বলেন, আমার বাচ্চা হবে। মানে, হচ্ছেটা কী?
এরপরই রকি রণধাওয়ার (রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমার চরিত্র) স্টাইলে দীপিকাকে হাত ধরে তুলে নিয়ে মঞ্চে চলে যান।
রণবীর-দীপিকার মঞ্চে ওঠার মুহূর্তেই ‘দিল ধাড়কানে দো’ সিনেমার ‘গল্লা গুড়িয়া’ গানটি বেজে ওঠে। আর তাতেই তারা নেচে ওঠেন।
রণবীরের এই কাজেই অসন্তোষ নেটিজেনরা। কেউ লেখেন, এ শোধরাবে না ছাপরি। কেউ আবার লেখেন, এই নাটক আর সহ্য করা যাচ্ছে না। আরেকজন লেখেন, কী নির্লজ্জভাবে নিজেদের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়কে নিয়ে মশকরা করছে! চূ়ড়ান্ত সস্তা।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়। ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন তারা। এরপর ক্যারিয়ারেই মন দেন দুই তারকা। তবে এবারে পরিবারকে সময় দেওয়ার পালা। সেপ্টেম্বরেই দীপবীরের সংসারে আসছে নতুন সদস্য।
আর