সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অবশেষে ধরা পড়েছেন বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও নির্মাতা। শনিবার (২০ জানুয়ারি) ভারতের রাজধানী থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দিল্লি পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
গত বছরের অক্টোবর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও প্রকাশ হলে বিনোদন পাড়ায় শোরগোল পড়ে যায়। এরপর থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ারে আইন প্রণয়নের জোর দাবি ওঠে।
প্রাথমিকভাবে গত বছর ৮ অক্টোবর ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওর প্রকৃত ব্যক্তি ছিলেন ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেল।
ভিডিওতে দেখা যায়, একটি কালো পোশাক পরে লিফটে প্রবেশ করছেন রাশমিকা। আদতে জারা প্যাটেলের মুখের ওপর রাশমিকার চেহারা বসিয়ে পুরো মানুষটিকে রাশমিকা বানানোর চেষ্টা করা হয় ওই ভিডিওতে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করেন রাশমিকা। বলেন, ‘বিষয়টি সত্যিই ভীতিকর। এটি শুধু আমার জন্য নয়, প্রযুক্তির অপব্যবহারের কারণে যে কেউ এর শিকার হতে পারেন।’
কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অপব্যবহারে সেসময় নিজেও খুব বিরক্ত হয়েছিলেন জারা প্যাটেল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয় প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। কেউ আমার ভিডিও নিয়ে একজন জনপ্রিয় অভিনেত্রীর মুখ ব্যবহার করে একটি ডিপফেক ভিডিও তৈরি করেছে। ভিডিওটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
ডিপফেক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা সিনথেটিক মিডিয়ার একটি রূপ যা একটি বিশেষ অ্যালগরিগমের সাহায্যে অডিও ও ভিডিও উভয় মাধ্যমকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করতে ব্যবহৃত হয়। ২০১৭ সালে একজন রেডিট ব্যবহারকারী প্রথম এই প্রযুক্তি ব্যবহার করে একটি ভিডিও শেয়ার করেন। এরপর থেকে স্ক্যামারদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকারের সুনাম নষ্ট করতে এটি বর্তমানে সাইবার অপরাধীদের কাছে একটি শক্তিশালী অস্ত্র।
আর