সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গিরগিটির মতো রঙ পাল্টেছেন রায়হান রাফি। কয়েকমাস আগে শাকিব খানের ক্যারিয়ার নিয়ে কটাক্ষ করলেও এখন তার কাছেই নতজানু এই পরিচালক। পায়ের তলার মাটি আরও খানিকটা মজবুত করতে ঢালিউড সুপারস্টারকে নিয়ে বানাতে চলেছেন ‘তুফান’ নামের একটি বিগ বাজেটের সিনেমা।
প্রকৃত ঘটনা জানতে ফিরে যেতে হবে চলতি বছরের জুন মাসের ২৯ তারিখে। এদিন ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’ ও আফরান নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমা দুটি। এর প্রথমটি পরিচালনা করেন হিমেল আশরাফ। আর দ্বিতীয়টি রায়হান রাফি।
ছবি মুক্তির পর শুরু হয় ‘সেরা ছবি’ কেন্দ্রিক দ্বন্দ্ব। তখন রাফি দাবি করেন, শাকিব নাকি তার অনুরাগীদের দিয়ে ‘সুড়ঙ্গ’ সিনেমার বিরুদ্ধে অপপ্রচার করছেন। যদিও তিনি সরাসরি এ নায়কের নাম উল্লেখ করেননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন।
রাফি বলেছিলেন, ‘একটা পক্ষ আছে তারা চায় এই জিনিসটা (অপপ্রচার) বিরাজমান রাখতে যে, আমাদের সিনেমা বাদে কারও সিনেমা চলে না। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।’
তিনি আরও বলেছিলেন, ‘এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারও সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে। এজন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে। আমি তাদেরকে অনুরোধ করব, এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।’
ওই মন্তব্যের প্রায় পাঁচ মাস পর ভোল পাল্টালেন রাফি। কালো ফ্রেমের ভেতর থাকা চোখের পর্দা মুহূর্তেই উল্টিয়ে ফেলে শাকিবকে ‘সুপারস্টার’ বলে প্রশংসায় ভাসালেন তিনি।
রাফি বলেন, ‘আমি খুবই এক্সসাইটেড। কারণ, একসঙ্গে আলফা, এসভিএফ ও চরকি—তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতায় গেঁথে দুটি সিনেমা বানাচ্ছে। আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খান, তার সঙ্গে এটা আমার প্রথম সিনেমা।’
তিনি আরও বলেন, “সবচেয়ে বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান, একজন সবচেয়ে বড় সুপারস্টার যখন একসঙ্গে হয়, তখন আসলে এই সিনেমা নিয়ে আশা করাই যায়। কেবল তো আমরা কাজ শুরু করলাম। সবার দোয়া চাই। তবে এটা নির্দ্বিধায় বলতে পারি, ‘তুফান’ বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।”
গেল ১১ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিকেল পাঁচটায় ‘তুফান’ ছবির নাম ঘোষণাকালে মঞ্চে উঠে এসব কথা বলেন রাফি। শাকিব তখন তার কথা শুনেছেন, আর মুচকি হেসেছেন। নিয়েছেন স্বাভাবিকভাবে। কারণ, পেশাজীবনে এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন তিনি। তাই তো তার কাঁধে হাত রেখে ছবি তুলতে কুণ্ঠাবোধ করেননি।
এদিকে শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণের খবরে আনন্দিত শাকিবিয়ানরা। তবে নিকট অতীতের করা রাফির নেতিবাচক মন্তব্যও ভুলে যাননি তারা। কেননা, অনলাইনে তো এখনও সেই ভিডিও ভেসে বেড়াচ্ছে।
তবে বিজয়টা শাকিবের হয়েছে বলে মনে করছেন অনুরাগীরা। কারণ, বদনামকারীও দিনশেষে আত্মসমর্পণ করেছেন কিং খানের রাজত্বে।
গত বছর শাকিব খানকে নিয়ে ‘প্রেমিক’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রায়হান রাফি। কিন্তু নানা কারণেই শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি সিনেমাটি।
অন্যদিকে জানা গেছে, নতুন বছরে শুরু হবে ‘তুফান’ ছবির কাজ। মুক্তি দেওয়া হবে ঈদুল আজহায়। সেভাবে এগিয়ে চলছে প্রস্তুতি।
আর