সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গেল কয়েকদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ে বিচ্ছেদ গুঞ্জন চাউর হয়েছে। ভারতীয় গণমাধ্যগুলোর দাবি, এক ছাদের নিচে থাকছেন না তারা। এমনকি বিয়ের আংটি খুলে ফেলেছেন অভিষেক।
এই বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই পাশাপাশি দেখা গেল অভিষেক-ঐশ্বরিয়াকে। মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে প্রিমিয়ার হয় ‘দ্য আর্চিস’ সিনেমার। এ সিনেমার মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার। সেই প্রিমিয়ারে হাজির হন অভিষেক ও ঐশ্বরিয়া।
অনুষ্ঠানের বেশ কিছু স্থিরচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, কালো রঙের ওয়েস্টার্ন আউটফিটে দ্যুতি ছড়ান নীল নয়না ঐশ্বরিয়া। তার পাশে কালো রঙের ব্লেজারে সেজেছিলেন অভিষেক। তাদের সঙ্গে ছিলেন এ দম্পতির একমাত্র কন্যা আরাধ্যা।
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।
আর