দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী নিজ এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। পরীকে ছোটবেলা থেকে নিজ হাতে বড় করেছেন তিনি। অভিনেত্রীর একমাত্র অভিভাবক ছিলেন তার নানা। কয়েকদিন আগে তার নানা মারা গেছেন। প্রিয়জনকে হারানোর এই শোক তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি।
প্রিয় নানা ভাইকে হারিয়ে পরীমণি এখনও যেন বিষাদের সাগরে ডুবে আছেন, তা তার প্রতিটি ফেসবুক পোস্টেই অনুমান করা যায়। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে পরীমণি এমনই একটি আবেগঘন পোস্ট দিয়েছে। পোস্টটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে।
এতে পরীমণি লেখেন, এর আগে যতবার নানু বাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দুই একদিন বেশি থেকে যেতে বলত কত করে! থাকা হয়নি।
পরীমণি আরও লেখেন, আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারাদিন সারারাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না।
ছেলে পদ্মর সঙ্গে তার নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড়আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বলল ‘আব্বুটা বাই আব্বুটা বাই’!
সব শেষে পরী লেখেন, দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সঙ্গে থাকুক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরীমণির নানা শামসুল হক গাজী। পিরোজপুরের মঠবিাড়িয়ায় তাকে দাফন করা হয়েছে।
আরএ