সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করেন চিত্রনায়িকা পরী মণি। এর আগে মাদক মামলায় কারামুক্তির পর লুঙ্গি পরে নেচে গেয়ে জন্মদিন পালন করে হয়েছিলেন আলোচিত-সমালোচিত।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) এ অভিনেত্রীর জন্মদিন। কিন্তু এবারের জন্মদিনে এমন কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এই সুন্দরী।
জন্মদিন উদযাপন না করার কারণ হিসেবে পরী বলেন, ‘জন্মদিনটি আমার জন্য বরাবরই বিশেষ একটি দিন, আনন্দের দিন। প্রতিবারই নানার হাত ধরে জন্মদিনের কেক কেটে আসছি। নানাই আমার বাবা-মা, আমার সবকিছু। কিন্তু এবার নানা হাসপাতালে। তার ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। ১১ দিন ধরে হাসপাতালে। সুতরাং এই জন্মদিন জাঁকজমকভাবে করতে চাই না।’
এই অভিনেত্রী নানা সুস্থ হলে জন্মদিন পালন করবেন বলেও জানান। তার ভাষ্য, ‘বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটব। নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে ওই আনন্দটা ভাগাভাগি করতে চাই।’
সন্তানের জন্মের আগে পরে কাজ থেকে বিরতিতে ছিলেন পরী মণি। গত ৮ অক্টোবর অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’ দিয়ে শুটিংয়ে ফেরেন। পাশাপাশি একের পর এক নতুন কাজ হাতে নিচ্ছেন। এরই মধ্যে ‘রঙিলা কিতাব’, ‘খেলা হবে’ নামে আরো দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এম