সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একসময় বলিউডে পা দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আমির খানের ভাগ্নে ইমরান খান। প্রথম ছবি ‘জানে তু ইয়া জানে না’ থেকেই চকোলেট হিরো হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তারপর বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছেন। তবে ঝুলিতে ফ্লপের সংখ্যা অনেক বেশি।
এখন আর অভিনয় করেন না ইমরান খান। দূরে আছেন বলিউড থেকে। অনেক বছর পর এবার দূর থেকে বলিউডকে খোলা চিঠি লিখলেন তিনি। স্পষ্ট জানালেন, মানসিক একটা সময় অবসাদে ভুগতেন এ অভিনেতা।
ইনস্টাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন ইমরান। যেখানে দেখা যাচ্ছে, তার শরীরে নানা সেলাইয়ের দাগ। তিনি লিখলেন, “আমার চেহারা সব সময়ই একটু রোগা। যা খাই, তাই খুব সুন্দর হজম হয়ে যায়, মেটাবলিজমটা একটু বেশি। ‘জানে তু ছবির জন্য’ আমার এ রকম চেহারাই প্রয়োজন ছিল। কিন্তু পরে অনেকেই আমার চেহারা দেখে কটাক্ষ করত। সেটা শুনে জিমে জয়েন করি। ধীরে ধীরে চেহারা বানানো শুরু করি।”
ইমরান আরও লিখেছেন, ‘জিম করার পরেই আমাকে শুটিংয়ের আগে শুনতে হয়। আমাকে নাকি দুর্বল লাগছে দেখতে। এটা শুনতে শুনতে মানসিক অবসাদে চলে যাই। হাল্কের মতো চেহারা বানানোর জন্য স্টেরোয়েড নিতে শুরু করি। ভালো চেহারার পুরুষদের হিংসা করতে শুরু করি।’
তবে এখন সেই মারাত্মক অবসাদ ভরা জীবন থেকে বেরিয়ে এসেছেন ইমরান। সেসব কথা দিনের কথা মনে করতে চান না। এখন তিনি নিজেকেই ভালোবাসেন।
আরএসও