সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এ পর্যন্ত দেশের সবচেয়ে ভালো ও সফল ওপেনার তামিম ইকবাল। কিন্তু আশ্বর্যজনক হলো তাকে এবারের বিশ্বকাপে রাখেননি বিসিবি। এবারের বিশ্বকাপে সাকিবকে অধিনায়ক করে দল ঘোষণা করে বোর্ড। এর ফলে ক্রিকেট ভক্তরা সাকিব ও বিসিবির প্রতি ক্ষুদ্ধ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম উত্তাল। এবার এ নিয়ে মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
কয়েক দিন আগেই তামিম ইস্যুতে নির্বাচকদের একহাত নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। দেশের ক্রিকেটকে বাঁচাতে বিসিবির দায়িত্বে সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী কিংবা সাবেক অধিনায়ক মাশরাফী বিন মর্তুজাকে আনার দাবিও জানিয়েছেন এই চিত্রনায়ক।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানে অপু বলেন, আমাদের ক্রিকেট টিম আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। ক্রিকেটের মাধ্যমে আমাদের লাল-সবুজ পতাকা বিশ্ব দরবারে উপস্থাপিত হয়। আমরা যারা বাংলাদেশি আমরা মন থেকে চাই, বিশ্বকাপের ট্রফিটা যেন আমাদের দেশের মাটিতে আসে। একটা পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য হয়।
তিনি আরও বলেন, আর সেটা পাড়ার লোকেদের কানেও যায়। তখন কান-কথা ছড়িয়ে পড়ে। পাড়ার অনেকে সবটুকু না জেনেই মন্তব্য করেন।
অপু বলেন, এই জায়গা থেকে আমি এতটুকু বলব- তামিম ভাই, সাকিব ভাইকে নিয়ে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা সবই শোনা কথা। আর এ সবই খেলাকে কেন্দ্র করেই হয়েছে। আর এটা অবশ্যই ঘরের বিষয়। এটা নিয়ে চর্চা যত কম করা যায়, ততই ভালো। সব ভুলে আমরা যারা সমর্থক, তাদের এখন দলকে অনুপ্রাণিত করা উচিত।
উল্লেখ্য, ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন এই নায়িকা। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। সর্বশেষ মুক্তি পায় অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’। দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
আরএ