সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রায় দুই মাস আগে শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অনন্য মামুন। জানিয়েছিলেন, ‘দরদ’ নামের সিনেমাটির নায়িকা নেওয়া হবে বলিউড থেকে। এরপর থেকে ঢালিউড সুপারস্টারের অনুরাগীরা নায়িকার নাম জানার জন্য উন্মুখ হয়ে আছেন।
বিভিন্ন সময় শোনা গিয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন জেরিন খান, শেহনাজ গিল কিংবা নেহা শর্মা। কিন্তু সঠিক কোনো তথ্য সামনে আসেনি। অনন্য মামুনও কিছু বলেননি।
তবে এবার জানা গেল নায়িকার নাম। ছবিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন সোনাল চৌহান। ইমরান হাশমির সঙ্গে ‘জান্নাত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।
ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম এসকে মুভিজের পক্ষ থেকে সোনাল চৌহানের অভিনয়ের তথ্যটি নিশ্চিত করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা বলেন, ‘এ–সংক্রান্ত বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই।’
এসকে মুভিজ ছাড়াও যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ ও বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। জানা গেছে, ২০ অক্টোবর থেকে ভারতের বেনারসে ছবির শুটিং শুরু হবে। চলবে ২৫দিন।
আরএসও