সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভয়াবহ দুর্ঘটনার কবলে ‘স্বদেশ’ অভিনেত্রী গায়ত্রী যোশী এবং তার স্বামী বিকাশ ওবেরয়। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বয়স্ক সুইস দম্পতি।
ইতালিতে ঘটেছে এই মারাত্মক দুর্ঘটনা। পরে অবশ্য খবরটি নিশ্চিত করেন গায়ত্রী। সংবাদমাধ্যমের কাছে প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন যে, তিনি এবং তার স্বামী পুরোপুরি সুস্থ রয়েছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এই দুর্ঘটনাটি ঘটেছে সার্ডিনিয়াতে। ল্যাম্বরগিনি ও ফেরারির মধ্যেই ভয়াবহ সংঘর্ষ হয়। ল্যাম্বরগিনিতে ছিলেন গায়ত্রী এবং তার স্বামী। আর ফেরারিতে ছিলেন এক সুইস দম্পতি।
একটি মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়েই শুরু হয় বিপত্তি। মারাত্মক এই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেটমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে যে, গায়ত্রীদের গাড়িটি ও ফেরারি একে একে মিনি ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করছে। যার ফলে ভয়ংকর সংঘর্ষ হয় গাড়িগুলোর মধ্যে। দুর্ঘটনার অভিঘাতে সটান উল্টে যায় মিনি ট্রাকটি। আগুন ধরে যায় ফেরারি গাড়িটিতে। তাতে ছিলেন সুইজারল্যান্ডের দম্পতি মেলিসা ক্রটলি ও মার্কাস ক্রটলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রবীণ দম্পতির।
ঘটনার ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে যে, শাহরুখ খানের ছবি ‘স্বদেশ’-এ দেখা গিয়েছিল বলিউড অভিনেত্রী গায়ত্রী জোশিকে। তিনি এবং তার স্বামী বিকাশ ওবেরয়ের ল্যাম্বরগিনিটি ফেরারিকে জোর ধাক্কা মেরেছে। দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়।
দুর্ঘটনা প্রসঙ্গে গায়ত্রী বলেন, ‘বিকাশ এবং আমি ইতালিতে আছি। এখানেই দুর্ঘটনার কবলে পড়েছি আমরা। তবে ঈশ্বরের আশীর্বাদে আমরা দু’জনেই ভালো আছি।’
প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বদেশ’ ছবির হাত ধরে বলিউডে জনপ্রিয়তা লাভ করেছিলেন গায়ত্রী জোশি। প্রথম ছবিতেই শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার সুযোগ মিলেছিল। আর তাতেই তিনি ভক্তদের মন জয় করে নিয়েছিলেন।
Two deaths on a Ferrari in Sardina, Italy pic.twitter.com/skT3CaXg0T
— Globe Clips (@globeclip) October 3, 2023আরএসও