সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অভিনয়টা বড্ড ভালো করেন অনির্বাণ ভট্টাচার্য। পর্দায় চরিত্রকে যেভাবে ফুটিয়ে তোলেন; তাতে বোঝার উপায় নেই যে, সেটা বাস্তব নাকি অভিনয়! তাই কয়েক বছরের ক্যারিয়ারে ঝুলিতে পুরেছেন বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা। পেয়েছেন জনপ্রিয়তা।
ব্যক্তিগত জীবন আর কর্মজীবনকে বরাবরই আলাদা রাখতে পছন্দ করেন অনির্বাণ। এই যেমন বিয়েটাও সেরেছিলেন বেশ চুপিসারেই। ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামীর সঙ্গে বিয়ে সারেন অভিনেতা। খুব বেশি আড়ম্বর না করে একেবারে সাদামাটা বিয়ে সেরেছিলেন তারা।
শুধু চুপিসারে বিয়েই নয়, দাম্পত্য জীবন নিয়েও বরাবর মুখে কুলুপ এঁটে রয়েছেন অনির্বাণ। এ কারণে টলিপাড়ার কানাঘুষা, এবার নাকি তাদের দাম্পত্যে তৈরি হয়েছে দূরত্ব। খবর ভারতীয় গণমাধ্যমের।
অনির্বাণের স্ত্রী মধুরিমা পুরোদস্তুর রঙ্গমঞ্চের মানুষ। মূকাভিনয়ের সঙ্গে যুক্ত। অন্দরমহলের খবর, দুজনেই দুজনের প্রতি বেশ রুষ্ট রয়েছেন। তবে সেই সমস্যা এতটাও বড় নয় যে, তারা সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন।
এমনিতেও অনির্বাণ বা মধুরিমা কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন না। তাই ঠিক কী হয়েছে সেটা আন্দাজ করা একটু মুশকিল!
এদিকে জয়া আহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনির্বাণের। সম্প্রতি সৃজিত মুখার্জীর ‘দশম অবতার’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তারা। মুক্তিপ্রতীক্ষিত ছবির ট্রেলারে একটি চুম্বন দৃশ্যে ঘনিষ্ঠ হয়েছেন তারা। মূলত, এই দৃশ্যটি এতটা বাস্তবিকভাবে করেছেন, তাতে নেটাগরিকরা ধারণা করছেন; পর্দার বাইরেও তাদের মধ্যে কিছু একটা চলছে।
জয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কারণেই নাকি স্ত্রীর সঙ্গে দূরত্ব বেড়েছে অনির্বাণের! যদিও একাধিক ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে এ অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আরএসও