সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসছে দীপাবলীতে মুক্তি পেতে যাচ্ছে বলিউড ভাইজান সালমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। টাইগার সালমানের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করতে না পারলেও, তার স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন ভক্তরা।
রোববার নয়াদিল্লিতে একটি বিয়ের ইভেন্টে পারফর্ম করেছিলেন সালমান খান। তার পারফর্মের একটি ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। সেটি দেখার পর ভক্তরা নায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ভিডিওতে সালমানকে মঞ্চে দাবাং-এর ‘হামকো পিনি হ্যায়’ গানে নাচতে দেখা যায়। ভক্তরা উল্লেখ করেছেন যে অভিনেতাকে ‘আনফিট’ এবং ‘ক্লান্ত’ দেখাচ্ছিল। কেউ কেউ বলেন, সালমানের ওজন অনেক বেড়ে গেছে। একজন লিখেছেন, ‘তার উচিৎ স্বাস্থ্যের যথাযথ যত্ন নেওয়া।’ অন্য একজন বলেছেন, ‘টাইগার থ্রি-কে বাদ থোড়া ব্রেক লেকার হেলথ পার ধ্যান দো। ফির ওয়াপাস আয়ে। আইসে তো নাহি চলেগা।’
যশ রাজ ফিল্মসের স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার থ্রি’। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা এবং গল্প লিখেছেন আদিত্য চোপড়া। ভক্তরা যখন বড় পর্দায় টাইগার এবং জোয়াকে পুনরায় একসঙ্গে দেখতে আগ্রহী, তখন অনেকেই ছবিতে পাঠানের ক্যামিও দেখার জন্য উন্মুখ।
ছবিটি হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন- ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি।
জেডএ