দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে পুরোদমে কাজে ফিরেছেন পরীমণি। চুক্তিবদ্ধ হচ্ছেন একের পর এক ছবিতে। এই তো সেদিন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন। এবার তাকে দেখা যাবে অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে।
সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন পরীমণি।
পরী নিজেই এতে চুক্তিবদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। রোববার (পয়লা অক্টোবর) ফেসবুকে অনম বিশ্বাসের সঙ্গে ফেসবুকে ছবিও প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, ভালোবাসা ও অপরাধকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত হবে ওয়েব সিরিজটি। এটি নির্মিত হবে হইচই প্ল্যাটফর্মের জন্য। অক্টোবরের শেষের দিকে শুরু হবে এর শুটিং।
কয়েকদিন আগে অবমুক্ত হয়েছে পরীমণির ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম। এতে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। তিন দিনের মধ্যে এটি অনলাইন থেকে সরিয়ে ফেলতে দেওয়া হয় উকিল নোটিশও।
আরএসও