সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মারামারির ঘটনায় ক্ষমা চাইলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। এ ঘটনায় লজ্জিত বলে জানান তিনি।
গ্রুপ পর্বের ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়। ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ বিপক্ষ দলের সতীর্থদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাজ বলেন, ‘আপনার সবাই জানেন, গতকাল (শুক্রবার) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যাক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত। এর সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।’
এদিকে ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া সিসিএল শেষ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু সংঘর্ষের ঘটনায় স্থগিত করা হয়েছে এই টুর্নামেন্ট। সুতরাং বলাই যায়, প্রথমবারের মতো এই আয়োজন সুখকর হলো না।
আরএসও