সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিমি চক্রবর্তী কি প্রেম করছেন— এটা জানতে অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। যদিও তারা জানতেন, একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম করেছেন তিনি। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। তারপর কোথা থেকে কী যেন হয়ে গেল! তাদের চার হাত এক হলো না।
মিমিকে ভুলে শুভশ্রীকে বিয়ে করেন রাজ। বাবাও হয়েছেন তিনি। আছেন দ্বিতীয় সন্তানের অপেক্ষায়। সব মিলিয়ে তার ‘হ্যাপি ম্যারিড লাইফ’ বলা যায়।
কিন্তু মিমি কি বিয়ে করবেন না? উত্তরে ভারতীয় গণমাধ্যমকে জানালেন, তার সময় নেই। অভিনেত্রীর কথায়, ‘আমার সময়ই নেই। এমন নয় যে, প্রেম করিনি। কিন্তু একটা জিনিস বুঝেছি, আমার জীবনে নানাবিধ কাজ নিয়ে এত ব্যস্ত থাকি যে, সেটা যদি কোনো মানুষ বুঝতে পারে, আমার কাজকে শ্রদ্ধা করে তাহলে সে আমার জীবনে আসবে। আই ডোন্ট ওয়ান্ট ইনসিকিওরড মেন ইন মাই লাইফ।’
তার ধারণা, এমন পুরুষ খুঁজে পাওয়া কঠিন। মিমি বলেন, ‘এমন পুরুষ মেলা শক্ত। আমি ওই চৌদ্দো-ষোলো ঘণ্টা কাজ করে বাড়ি ফিরে জবাবদিহি করতে পারব না, কার সঙ্গে ছিলাম, এই ছবিটা কেন, এটা কে, ওখানে কী হয়েছে– এত এক্সপ্ল্যানেশন দিতে পারব না। আই হ্যাভ ডান দ্যাট। সেই স্পেসে আমি আর নেই। তেমন কিছু ঘটলে, তোমরা নিশ্চয়ই জানবে।’
মিমি চক্রবর্তীর পরবর্তী সিনেমা ‘রক্তবীজ’। এ সিনেমায় প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী হিসেবে রয়েছেন আবির চ্যাটার্জি। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এ সিনেমা আগামী পূজায় মুক্তি পাবে।
আরএসও