সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পরীমণির সঙ্গে বিচ্ছেদের পর ভালো নেই শরিফুল রাজ। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অগোছালো আর এলোমেলো জীবন যাপন করছেন তিনি। সব থেকে বড় বিষয় হলো, আর্থিক সংকটের ভুগছেন এ অভিনেতা।
দেড় বছরের সংসার জীবনে দাম্পত্য কলহের জেরে গেল ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। জানা গেছে, তালাক নোটিশ পাওয়ার এক সপ্তাহের মাথায় ঢাকার বনশ্রী মেরাদিয়া বাজার এলাকার ‘নাইন অ্যান্ড হাফ’ স্টুডিওতে গানের শুটিংয়ে অংশগ্রহণ করেন রাজ। এ ছাড়া আজ সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) অংশ নিয়েছেন তিনি।
সিসিএলে রাজকে বেশ হাসি-খুশি দেখালেও চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। তার জীবন যে থমকে গেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এটার সত্যতা পাওয়া গেল এ অভিনেতার এক ঘনিষ্ঠজনের কাছ থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজের কাছের একজন সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের মাঝামাঝি সময়ে পরীমণির বাসা থেকে বেরিয়ে মহানগর প্রজেক্টে বাসা ভাড়া নেন রাজ। সেখানে অস্থায়ীভাবে থাকছিলেন তিনি। তবে ডিভোর্স লেটারের ঘটনার পর এখন কোথাও নির্দিষ্টভাবে থাকছেন না। কখনও মহানগর প্রজেক্ট, কখনও নিকেতন, আবার কখনও গুলশানে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে থাকছেন তিনি।
আরা জানা গেছে, পরীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাজের চলাফেরা কিছুটা এলোমেলো হয়ে গেছে। নিয়মিত কাজ না করার কারণে আর্থিক সংকটেও ভুগছেন এ অভিনেতা। ডিভোর্স লেটার পাওয়ার পর নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। নতুন উদ্যমে সিনেমার কাজ করার চেষ্টাও করছেন।
আরএসও