সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিনেমার খবরে নেই একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক মাধ্যমে বেশি সরব তিনি। দেশের নানা অসঙ্গতি নিয়ে লেখালেখি করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে ঢাকা শহরের জলাবদ্ধতা— কিছুই বাদ রাখছেন না।
এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের সমালোচনা করলেন ওমর সানী। নাম প্রকাশ না করে সাকিব আল হাসানকে এক হাত নিলেন তিনি।
ওমর সানি লিখেছেন, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত আজকে এমন কী হলো— কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমে নেই! মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত তাহলে বলতাম আমি পদত্যাগ করলাম। স্যরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’
নানা নাটকীয়তার পর শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসন্ন ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দলে জায়গা হয়নি তামিম ইকবালের।
মূলত, তামিমকে বিশ্বকাপ দলে না নেওয়ায় ক্ষুব্ধ ওমর সানী। এই ক্ষোভের জেরেই নির্বাচক প্যানেল ও সাকিব আল হাসানের সমালোচনা করেন তিনি।
আরএসও