সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অপেক্ষা ফুরাল সালমান খান অনুরাগীদের। অবশেষে সামনে এসেছে ‘টাইগার-থ্রি’র প্রথম ঝলক। যেমন প্রত্যাশা ছিল, তেমন অ্যাকশন অবতারে হাজির হলেন টিজারে। এক মিনিট ৪৩ সেকেন্ডে বুঝিয়ে দিলেন— কেন তিনি বলিউডের সুলতান!
আগাম এই ঝলকের শুরুতেই অবিনাশ সিং রাথোর ওরফে টাইগারকে নিজের পরিচয় দিতে দেখা যায়। যাকে গাদ্দার, দেশদ্রোহী বলা হচ্ছে। ২০ বছর নিজ দেশ ভারতের হয়ে লড়াই করার পর তাই এখন দেশবাসীর কাছেই ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চাইছে টাইগার। এদিকে যেখানে বসে সে এই বার্তা দিচ্ছে তার চারপাশে গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। তাতে টাইগারের আশ্বাস, বেঁচে থাকলে দেখা হবে। এক ফাকে বিধ্বস্ত ক্যাটরিনাকেও বুকে টানতে দেখা গেল তাকে।
সালমানের এই মার মার কাট কাট সংলাপ আর অ্যাকশনে ভরা টিজার দেখে বোঝাই যাচ্ছে, বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি।
এটি যশরাজ ফিল্মসের তুমুল জনপ্রিয় স্পাই ইউনিভার্সের পঞ্চম সিনেমা। যেই ফ্র্যাঞ্চাইজের সূচনা হয়েছে ২০১২ সালের ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর একে একে এসেছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। সবগুলো সিনেমাই বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, ‘টাইগার-থ্রি’ও সেই ধারা অব্যাহত রাখবে।
প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে এই সিনেমা নির্মাণ করেছেন মনীশ শর্মা। এতে খল চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়াও আছেন আশুতোষ রানা, রণবীর শোলে, রিধি ডোগরা প্রমুখ। অতিথি চরিত্রে হাজির হবেন শাহরুখ খান। আসন্ন দিওয়ালিতে মুক্তি পাবে এই ছবি
ট্রেলার দেখুন:
আরএসও