সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মিমি চক্রবর্তীকে নিয়ে মজার এক মন্তব্য করলেন আবির চট্টোপাধ্যায়। যা শুনে নেটিজেনরা অবাক হলেও মজা নিয়েছেন।
জনপ্রিয় পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতার ‘রক্তবীজ’ সিনেমা একসঙ্গে অভিনয় করেছেন আবির-মিমি। এবারই প্রথম তারা একসঙ্গে অভিনয় করলেন। ছবিতে আরও অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা ভিক্টর ব্যানার্জী।
প্রচারণার অংশ হিসেবে একসঙ্গে আড্ডায় বসেছিলেন ভিক্টর ব্যানার্জী ও আবির। সেখানে মিমির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানান আবির।
মিমির কথা উঠতেই আবির বলেন, ‘মিমি হলো পোলাও-খাসির মাংসের যুগলবন্দি, খেতে অনবদ্য। তবে হজম করতে না পারলে চাপ আছে।’
ভিক্টর ব্যানার্জীর মতে আবার মিমি ফুচকার মতো। যেন টক-ঝাল-মিষ্টি। মিমির পরই আসে পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদের পালা। আবির মনে করেন নন্দিতা রায় কড়া পাকের সন্দেশের মতো। ভিক্টর আবার পরিচালককে বোরিং স্পাউটের সঙ্গেই তুলনা করলেন। আর শিবপ্রসাদ? তিনি গরম ভাতের সঙ্গে ঘি, এমনই মত দুই অভিনেতার। আগামী ১৯ অক্টোর মুক্তি পাবে সিনেমাটি।
আরএসও