সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কয়েকদিন পর পর ভারতীয় গণমাধ্যমগুলো সৃজিত-মিথিলার বিচ্ছেদ নিয়ে মুখরোচক খবর প্রকাশ করে। সেই সূত্র ধরেই শুরু হয়ে যায় তোলপাড়।
যদিও সেসব খবরে কান দেন না এ জুটি। বরং নিজেদের মধ্যে বন্ধনটা অটুট রেখেছেন। যার প্রমাণ পাওয়া গেল সৃজিতের ৪৭তম জন্মদিনে।
গেল শনিবার (২৩ সেপ্টেম্বর) সৃজিতের জন্মদিনে এবং মুক্তিপ্রতীক্ষিত ছবি ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশাল প্রিভিউয়ের পার্টি আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানে হাজির ছিলেন টলিপাড়ার রথী-মহারথীরা।
পার্টিতে এক ছাদের নীচে পাওয়া গেল জয়া আহসান ও মিথিলাকেও। একটা সময় সৃজিত-জয়ার প্রেমের গুঞ্জন ডানা মেলেছিল। তবে সেই সব গুজবকে তুড়ি মেরে উড়িয়ে ফের সৃজিতের ছবির নায়িকা জয়া। পাশাপাশি ছবিও তুললেন তারা। তবে পার্টির সব লাইম লাইট কাড়ল সৃজিত-মিথিলা জুটি।
একই রঙের পোশাক পরিধান করে পার্টিতে হাজির হয়েছিলেন সৃজিত-মিথিলা। দুজনকে খুব উচ্ছ্বসিত দেখা গেছে। মিথিলা তো সৃজিতের কোলে বসে হই-হুল্লোড় করছিলেন। দূর থেকে হয়ত জয়াও তাদের ‘হ্যাপিলি ম্যারেড’ লাইফ দেখছিলেন।
সৃজিত-মিথিলার মাখো মাখো প্রেম দেখে কি জয়ার হিংসা হচ্ছিল? প্রশ্নে উত্তর পাওয়া না গেলেও ধারণা করা যায়, পেশাদার অভিনেত্রী হিসেবেই স্বাভাবিকভাবেই নিয়েছেন এটা। তা ছাড়া, অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকার মানুষ তিনি নন।
এদিকে বিচ্ছেদ বিতর্ককে ফুঁ দিয়ে উড়িয়ে কেক কেটে তার টুকরো মিথিলার মুখে তুলে দিলেন সৃজিত। চলল জমজমাট আড্ডা আর দেদার খানাপিনা।
আরএসও