সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের ডাকসাইটে তিনি। মোহনীয় রূপে কত পুরুষের যে রাতের ঘুম হারাম করেছেন, তা গুনে শেষ করা যাবে না। বলা হচ্ছে জিনাত আমানের কথা।
যৌবন পেরিয়ে এখন প্রবীণ সময় পার করছেন জিনাত। বয়স হয়েছে ৭০ বছর। তবুও থেমে নেই তিনি। কাজ করে যাচ্ছেন যতটা পারছেন। অনুরাগীদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। এতেই শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মাঝে।
পুরোনো দিনের স্মৃতিসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জিনাত। এবার জানালেন, গত দশ দিন ধরে তিনি অসুস্থ। বিছানা থেকে নাকি উঠতে পারছেন না তিনি।
সম্প্রতি বেশ কিছু ম্যাগাজিন ও বিজ্ঞাপনের শুটিং করেছেন জিনাত। ইচ্ছা রয়েছে হিন্দি সিনেমায় প্রত্যাবর্তনের। এই বয়সেও রীতিমতো কাজ করে যাচ্ছেন। তবে গত ১০ দিন ধরে ভাইরাল জ্বরে কাবু অভিনেত্রী। একেবারে শয্যাশায়ী।
সম্প্রতি নিজের সমাজমাধ্যমের পাতায় একটি ফটোশুটের ছবি দিয়ে অসুস্থতার কথা জানান জিনাত। ছবির ক্যাপশনে লেখেন, ‘গত ১০ দিন ধরে শয্যাশায়ী। ওঠার ক্ষমতা নেই। এ দিকে সামনের গোটা সপ্তাহ কাজে ঠাসা।’
বর্ষীয়ান এই অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে দ্রুত উদ্বিগ্ন অনুরাগীরা। তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন।
১৯৭১ সালে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবি দিয়ে পথচলা শুরু হয়েছিল জিনাতের। এরপর ‘ইয়াদোঁ কি বারাত’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘সত্যম শিবম সুন্দরম’-এর মতো ছবিতে ঝড় তুলেছিলেন তিনি।
জিনাতের শরীরী আবেদনে মুগ্ধ হয়েছিলেন সেকালের দর্শক। এতে উপেক্ষিত হয়েছিল অভিনয় প্রতিভা, এমনটাই দাবি ছিল অভিনেত্রীর।
শোনা যাচ্ছে, শিগগিরই পরিচালক ফারাজ আরিফ আনসারির ‘বান টিক্কি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জিনাত। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন অভয় দেওল ও শাবানা আজমি।
আরএসও