সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একজন অভিনয়শিল্পীর কাজই তো অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করা। অনেকে সেটা পারেন না। তাই হারিয়ে যান সময়ের আগেই।
তবে বিদ্যা সিনহা মিমের কথা আলাদা। এমনিতে তার রূপে মুগ্ধ দর্শক। সেই সঙ্গে অভিনয় তো আছেই। এর আগে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এবারও ব্যতিক্রম হলো না।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে মিমের ‘অন্তর্জাল’ সিনেমাটি। এ দিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে হাজির হন এর নির্মাতা, প্রযোজক ও শিল্পী-কুশলীরা।
সিনেমায় মিমের অভিনয় দেখে মুগ্ধ হয়ে এক অনুরাগী তাকে স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছেন। নায়িকা নিজেই তথ্যটি জানিয়েছেন। দেখিয়েছেন উপহারটি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিম বলেন, ‘সিনেমাটি নিয়ে সকাল থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। যারাই সিনেমাটি দেখেছেন; তারাই টেক্সট করছেন। ফোন দিচ্ছেন। ভালো লাগার কথা বলছেন। দর্শকদের মুখ থেকে এমনটি শুনে দারুণ লাগবে।’
এরপর নিজের হাত দেখিয়ে মিম বলেন, ‘কিছুক্ষণ আগে একজন দর্শক সিনেমাটা দেখে, তিনি তার হাতের এই গোল্ডের ব্রেসলেটটি আমাকে উপহার দিয়েছেন।’
সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে আরও অভিনয় করেছেন— সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, কিটো ভাই, অমিত সিনহাসহ অনেকে।
সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
আরএসও