সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আর কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই সাত পাকে বাঁধা পড়বেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা। একজন বলিউডের ব্যস্ততম নায়িকা, অপরজন আম আদমি পার্টির সাংসদ। তাই বিয়েতে যে তারার হাট বসবে, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। উদয়পুরের লীলা প্যালেসে বসবে এই হাইপ্রোফাইল বিয়ের আসর। তাই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হচ্ছে। প্রত্যেকের ফোনে বিশেষ ধরনের স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে ইন্ডিয়া টুডে।
হবু দম্পতি ইতোমধ্যে উদয়পুরে পৌঁছে গেছেন। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এ দিন হবে সংগীত ও মেহেন্দি অনুষ্ঠান। আর তারপর ২৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন রাঘব-পরিণীতি। অতিথিরাও ধীরে ধীরে সেখানে হাজির হতে শুরু করেছেন। দুই পরিবারের অনেক সদস্য সেখানে পৌঁছে গেছেন । সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাঘব ও পরিণীতির বিয়েতে যেহেতু প্রচুর রাজনৈতিক নেতা থেকে বি-টাউন তারকারা উপস্থিত থাকবেন, তাই তাদের নিরাপত্তা ও দেখভালের জন্য ১০০ জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
ঘোড়ায় চড়ে নয়, বর বেশে রাঘব আসবেন তাজ লেক প্যালেস থেকে নৌকা করে। সঙ্গে থাকবেন বরযাত্রীরাও। তাই তাদের নিরাপত্তার জন্য ঝিলজুড়ে নিরাপত্তারক্ষীরা থাকবেন। সেই নিরাপত্তারক্ষীদের জন্য আবার আলাদা পাঁচটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। গোটা ঝিল ঘুরে তারা পাহারা দেবেন। শুধু তাই নয়, পরিণীতিকে কনের বেশে সাজানোর জন্য দিল্লি থেকে বিশেষ প্রসাধনশিল্পী ও মেহেন্দিশিল্পীরাও গিয়েছেন। তা ছাড়া গোটা বিয়ের অনুষ্ঠান ক্যামেরাবন্দি করার জন্য সেখানে ১২ জনেরও বেশি ভিডিওগ্রাফার ও ফোটোগ্রাফার থাকবেন।
শুধু তাই নয়, নিমন্ত্রিত থেকে শুরু করে ওই হোটেলে যারাই প্রবেশ করবেন, সবার ফোনের ক্যামেরায় একধরনের বিশেষ স্কচটেপ লাগিয়ে দেওয়া হবে। যাতে কোনোভাবেই আগে থেকে কোনো ভিডিও ও ছবি প্রকাশ্যে না আসে। সূত্রের খবর, লীলা প্যালেসের পক্ষ থেকেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই টেপের একটি আলাদা বিশেষত্বও রয়েছে। তা হল, কেউ টেপটি খুলে ফেলার চেষ্টা করলে একটি তীরচিহ্ন দেখা যাবে। আর এর ফলে সঙ্গে সঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মীরা জানতে পারবেন যে, টেপটি কেউ তুলে ফেলেছেন।
এই বিয়েতে হাজির থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। এ ছাড়াও পরিণীতির বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিচালক করণ জোহর, টেনিস তারকা সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারাও শনিবারের মধ্যে উদয়পুরে পৌঁছে যাবেন বলে খবর।
আরএসও