দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চরিত্রের প্রয়োজনে অভিনেতারা নিজেকে বদলে ফেলেন। মাঝে মাঝে এমন অবতারে হাজির হন, তাতে চেনা কষ্ট হয়ে যায়। এই যেমন দেব। একসময় বাণিজ্যিক ছবিতে চুটিয়ে কাজ করলেও এখন চরিত্রনির্ভর ছবিতে অভিনয় করছেন। আর সেজন্য ভিন্ন ভিন্ন লুকে হাজির হচ্ছেন।
কয়েকদিন আগে মোশন পোস্টারে দেবের সাধু অবতার দেখা গিয়েছিল। আর এবার সামনে এসেছে নতুন আরেক লুক। মুখভরা দাড়ি, এলোমেলো চুল, মুখে নানা ক্ষতর দাগ! চোখে মুখে যেন বিদ্রোহের আগুন।
সামাজিক মাধ্যমে নতুন লুকের পোস্টার প্রকাশ করে দেব লিখেছেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড়পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গাপূজায়।
স্বদেশী আন্দোলনের স্বার্থে সংগ্রামীদের সবসময়ই ছদ্মবেশ নেন। বাঘা যতীনের সেরকমই এক ছদ্মবেশের লুক এবার ধরা পড়েছে দেবের নতুন ছবিতে। এবার দুর্গাপূজায় যে ধামাকা দেবেন দেবেন তিনি, তা বোঝা যাচ্ছে টিজার এবং লুক দেখে।
একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করছেন দেব। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে টলিউড সুপারস্টার বেশ সচেতন হয়ে উঠেছেন। এমনকী সিনেমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তারকা সাংসদ টলিপাড়ার অন্য নায়কদের তুলনায় এগিয়ে রয়েছেন। কখনও গোয়েন্দা হিসেবে, আবার কখনও ফুটবলারের ভূমিকায় দেশপ্রেম উসকে দিয়েছেন দেব।
‘গোলোন্দাজ’র পর ‘রঘু ডাকাত’ রয়েছে পাইপলাইনে। সেই ছবির কাজে হাত না দিলেও তার আগেই ‘বাঘাযতীন’র ভূমিকায় আত্মপ্রকাশ করে ফেলেছেন টলিউড অভিনেতা। বারবার তার সিনেমায় দেশপ্রেমের গাথা ঘুরেফিরে আসছে।
‘বাঘা যতীন’ শিরোনামের ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। এতে সুপারস্টার দেবের বিপরীতে রয়েছে নতুন নায়িকা সৃজা।
আরএসও