সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজনীতিতে নাম লেখানোর পর টলিউডের সাথে ওঠা বসা একটু কমেছে। এখন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগেও দশবার ভাবেন। তবুও তাকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। কোথায় যাচ্ছেন, কী করছেন— এমন নানা প্রশ্ন উঁকি দেয় সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর সামাজিক মাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরে। আর এবার এক ভক্ত জানতে চাইলেন মিমির প্রেমিকের পরিচয়।
এমনিতেই টলিউড হোক কী বলিউড— তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ থাকে সবসময় । তাদের পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া, সবেতেই থাকে তাদের নজরদারি। আর টপিক যদি প্রেমিক-প্রেমিকা নিয়ে হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। এই একটা ক্ষেত্রে ভক্তরা হয়ে উঠতে পারে সিবিআই কিংবা সিআইডির চেয়েও বড় গোয়েন্দা।
আসলে এ দিন ইনস্টাগ্রামে কয়েকজন ভক্তের সাথে বাক্যালাপে ব্যস্ত ছিলেন মিমি। কথায় কথায় উঠে আসে নায়িকার নতুন ছবি থেকে শুরু করে ত্বকচর্চার রহস্য। এমতাবস্থায় এক অনুরাগী আবদার করেন, তার প্রেমিকের পরিচয় জানানোর জন্য। অভিনেত্রীও তাকে নিরাশ করেননি মোটেও। তিনিও হাসি হাসি মুখে বেশ মজাদার একটা উত্তর দিয়েছেন।
মজার ছলে মিমি বলেন, আমিও দেখতে চাই। এরসাথে একটা পাল্টা প্রশ্নও তিনি জুড়ে দিয়েছেন, বিএফ মানে প্রেমিক না কি বেস্ট ফ্রেন্ড? প্রিয় বন্ধু কে, সেটা তো সকলেই জানে! কিন্তু আমার মনে হচ্ছে তিনি প্রেমিকের কথাই বলেছেন। তাকে আমিও দেখতে চাই। অর্থাৎ ঘুরিয়ে হলেও মিমি এটাই বলতে চাইলেন যে, এই মুহূর্তে তার কোনো প্রেমিক নেই।
প্রায় এক বছর হতে চলল বড়পর্দা থেকে দূরে রয়েছেন মিমি। তবে চলতি বছরের পূজায় মুক্তি পাবে তার অভিনীত ছবি ‘রক্তবীজ’। দিনকয়েকের মধ্যেই ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন নায়িকা। এ ছাড়াও একটা ওয়েব সিরিজের কাজেও ব্যস্ত রয়েছেন তিনি।
আরএসও