সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্যক্তিগত জীবন নিয়ে যখন টালমাটাল শাকিব খান, তখন ধারণা করা হচ্ছিল; তার ক্যারিয়ারের পতন শুরু হয়েছে। কিন্তু তা আর হয়নি। বরং আগের থেকে দ্বিগুন গতিতে ফিরে এসেছেন তিনি। এর প্রমাণ ‘প্রিয়তমা’ সিনেমা। জানা গেছে, ছবিটি আয়ের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এদিকে ছবির এই সাফল্যে পারিশ্রমিক বাড়িয়েছেন শাকিব খান। জানা যাচ্ছে, এখন থেকে প্রতি ছবিতে এক কোটি টাকা নেবেন তিনি। আর এনেই ক্ষেপেছেন মনোয়ার হোসেন ডিপজল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে একজন অভিনেতার পারিশ্রমিক কত হতে পারে? শাকিবের কত চাওয়া উচিত? এক কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হবে, আগে ফিল্ম বাজার ঠিক করো। তারপর এক কোটি, দুই কোটি চাও। এক কোটি টাকা ডিমান্ড করলেই তো হবে না।’
তিনি আরও বলেন, ‘ওর ( শাকিব) এখন এক কোটি কেন, ৫০ লাখও না; ওর এখন চাওয়া উচিত ২৫ লাখ টাকা সর্বোচ্চ। তাও অনেক বেশি বলছি। এতে ছবির বাজার ভালো হবে। দর্শক ছবি দেখবে। এমন তো না যে, এক কোটি টাকা নিয়ে উল্টায় ফেলবে। আমি ১০ কোটি টাকা দেব, যদি আমাকে পাঁচ কোটি টাকা ও লাভ দিতে পারে।’
এদিকে প্রযোজক-পরিচালকের দাবি অনুযায়ী, ‘প্রিয়তমা’ সিনেমা ৪০ কোটির ওপরে আয় করেছে। এর জবাবে ডিপজল বলেন, ‘টাকা যদি প্রেসে ছাপায় তাইলে হইতে পারে। মালয়েশিয়ায় ছবিটা তো আমার ডিস্ট্রিবিউশন থেকে গেছে, কত টাকা দিয়ে গেছে আমি জানি। কোন সিনেমা হল থেকে কত গেছে, আপনারা দেখলে তো বুঝতে পারেন। হাইয়েস্ট হলে এক কোটি, দেড় কোটি, দুই কোটি টাকা কামাইতে পারে।’
এ অভিনেতা বলেন, ‘একসময় আমরাও ছিলাম সুপারস্টার, ডিপজল মানেই ফিল্ম হিট। কই আমরা তো টাকা বাড়াইনি। আমরা ফিল্ম কীভাবে উঠবে সেইটা করার চেষ্টা করেছি। আমি যে কত রাত জেগেছি, তা বলতে পারব না। আমি প্রতিদিন পাঁচ ছবি, ছয় ছবিতে কাজ করেছি। কই আমি তো টাকার দিকে দৌড়াই নাই। আমার এখন পর্যন্ত একটা ছবিও ফ্লপ নাই।’
জানা যায়, বদিউল আলম খোকন ‘নীল দরিয়া’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ করান শাকিবকে। পুরো টাকা অগ্রিম দিয়ে দেন। কিন্তু ‘প্রিয়তমা’ হিট হওয়ার পর বাড়তি ৬০ লাখ টাকা দাবি করেন। তাতেই শুরু হয় সমালোচনা।
আরএসও