সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উরফি জাভেদ ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনয়ের মাধ্যমে। কিন্তু অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। বরং সামাজিক মাধ্যমে উদ্ভট কর্মকাণ্ডের জন্য নিয়মিত চর্চায় থাকেন তিনি। খোলামেলা অদ্ভুদ ধরনের পোশাক পরিধান করা ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে নেটপাড়া মাতিয়ে রাখেন।
অবশ্য সেজন্য উরফি কম ট্রল হন না। কিন্তু তাতে বয়েই গেল তার। কে কী বলল— তাতে তিনি মাথা ঘামান না। বরং এটাকে কাজে লাগিয়ে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে চলেছেন তিনি।
উরফির সম্পত্তির খতিয়ান দেখলে পাত্তা পাবেন না বড় বড় সুপারস্টারও। ভারতীয় গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, তার আয়ের অন্যতম প্রধান উৎস ইনস্টাগ্রাম। সেখানে তার ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। এবং নিয়মিত ছবি, ভিডিও শেয়ার করে নায়িকার উপার্জনের অংকটাও কম নয়। সেখান থেকে বিপুল রোজগার করেন নায়িকা।
এ ছাড়া রয়েছে বিজ্ঞাপন। বহু বিজ্ঞাপনে মুখ দেখিয়ে সেখান থেকেও প্রচুর অর্থ আয় করেন। মাঝেমধ্যে বিভিন্ন ধারাবাহিকেও আসেন উরফি। প্রতিটি এপিসোডের জন্য নাকি ২৫ থেকে ৩০ হাজার রুপি নিয়ে থাকেন। এসব মিলিয়ে মাসে দেড় থেকে আড়াই কোটি রুপি উপার্জন করেন উরফি তিনি।
মুম্বাইয়ের অভিজাত এলাকাতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে উরফির। এ ছাড়া তার গাড়ির দামও ২৫ লাখ রুপির বেশি। তার মোট সম্পত্তি রয়েছে ১৭০ কোটি রুপির। যা বলিউডের অনেক নামী তারকাদের মোট সম্পত্তির থেকে অনেকগুণ বেশি। বলা যায় সমাজ মাধ্যমের ট্রল তার সম্পত্তির পরিমাণ বাড়াতে সাহায্য করছে।
আরএসও