দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যারা অভিনয় কিংবা পরিচালনা করেন, তাদের ক্রিকেট প্রতিভাও কম নয়। আর তাই তো এবার ব্যাট-বল হাতে নিয়ে মাঠে নামতে চলেছেন দেশের শোবিজ তারকারা। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)। টুর্নামেন্টটির আয়োজক জি-নেক্সট জেনারেশন।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে বিস্তারিত তুলে ধরেন জি-নেক্সটের প্রধান নির্বাহী মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে মোট ৮টি দলে ভাগ হয়ে খেলবেন তারকারা। কে কোন দলে খেলবেন— সেই তালিকা প্রকাশিত হবে শিগগিরই।
তবে খেলোয়াড় নির্বাচন না হলেও এরইমধ্যে নির্ধারণ হয়েছে ৮ দলের অধিনায়ক। অনুষ্ঠানে অধিনায়কদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন— গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, মোস্তফা কামাল রাজ, সকাল আহমেদ ও রায়হান রাফী।
অধিনায়কেরা তাদের পছন্দের খেলোয়াড় নির্বাচন করতে পারবেন। নারী-পুরুষের সমতার বিষয়টি মাথায় রেখে প্রতিটি দলে নারী তারকারাও অংশ নেবেন।
আরএসও