সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর সঙ্গে একটি ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী— এমনই একটি খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম। সেই খবর থেকে জানা যায়, আসন্ন দুর্গাপূজার পরেই শুরু হবে ছবির কাজ।
খবরটি চঞ্চল চৌধুরী নিজেও পড়েছেন। তবে তিনি তা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। দেশের একটি গণমাধ্যমকে এ অভিনেতা বলেন, ‘অনেকেই তো প্রস্তাব দেয় কাজের। কথাও হয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে। কিন্তু কারও সাথে ফাইনাল হয়নি কিছুই। এমনকি আনন্দবাজারের মতো পত্রিকা এমন একটি খবর ছাপল, সেখানেও কোনো তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন?’
এই মুহূর্তে চঞ্চল মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করছেন। এ ছাড়া আরও বেশ কয়েকটি ওটিটির কাজ জমে আছে। সেগুলো পর্যায়ক্রমে শেষ করবেন।
/আরএসও